মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৯ সুষ্ঠুভাবে ও ভাবগাম্ভীর্যের সাথে পালনের উদ্দেশ্যে গতকাল ১১ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সাথে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী এবং সহকারী প্রক্টরবৃন্দের একটি সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত এই সভায় বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ মহান একুশে ফেব্রুয়ারি সুষ্ঠুভাবে পালনের উদ্দেশ্যে তাদের মতামত তুলে ধরেন।