ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অস্ট্রেলিয়া সফর শেষে গতকাল ৩০ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার রাতে দেশে ফিরেছেন।
অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির আমন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে তিনি এতে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, গত ২৫ আগস্ট ২০১৮ শনিবার মধ্যরাতে অস্ট্রেলিয়া সফরের উদ্দেশ্যে উপাচার্য ঢাকা ত্যাগ করেন।