মরহুম এ. এফ. এম. নজরুল মজিদ বেলাল-এর মৃত্যুতে এক স্মরণ সভা গতকাল ১৪ জুলাই ২০১৮ শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনস্থ এ্যালামনাই ফ্লোরে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক ড. সৌমিত্র শেখর এবং আইবিএ’র অধ্যাপক ড. এ কে এম সাইফুল মজিদ, বাংলাদেশ ছাত্র সমিতির সাবেক নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। বাংলাদেশ ছাত্র সমিতির সাবেক নেতৃবৃন্দ এই স্মরণ সভার আয়োজন করে।
শেরপুর জেলার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম আলহাজ¦ মো. আব্দুল মজিদের পুত্র ঢাকা উইমেন্স কলেজের প্রাক্তন অধ্যক্ষ এ. এফ. এম. নজরুল মজিদ বেলাল ছিলেন বীর মুক্তিযোদ্ধা, ন্যাপ (মোজাফ্ফর)-এর সাধারণ সম্পাদক, ১৪ দল কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য এবং সত্তর দশকের শেষে ও আশির দশকের গোড়ার দিকে সামরিক স্বৈরশাসন ও সাম্্রাজ্যবাদ বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক বাংলাদেশ ছাত্র সমিতির সাবেক সভাপতি।
উল্লেখ্য, মরহুম এ. এফ. এম. নজরুল মজিদ বেলাল ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ’র অধ্যাপক ড. এ কে এম সাইফুল মজিদ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী-এর বড় ভাই।