ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের ‘অ্যাডভান্সড সার্টিফিকেট ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এসিবিএ)’ প্রোগ্রামের ১৩তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠান আজ ৬ জুলাই ২০১৮ শুক্রবার সকালে ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।
ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. সৈয়দ ফারহাত আনোয়ারের সভাপতিত্ব অনুষ্ঠিত এতে আরও উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের এসিবিএ প্রোগ্রামের সমন্বয়ক ড. মো. মহিউদ্দিন এবং ইনস্টিটিউটের এমডিপি প্রোগ্রামের সমন্বয়ক মিজ সুতপা ভট্টাচার্য।