বিশ্ব মেধাসম্পদ দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুষদ এবং শিল্প মন্ত্রণালয়ধীন পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদফতরের যৌথ উদ্যোগে আজ ২৬ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়েছে।
র্যালিতে ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রহমতউল্লাহ সহ বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।